10 Blogger Settings Help You To Generate Organic Traffic
মনে করুন আপনি একটা ব্যবসায় প্রথিষ্ঠান করলেন সেটার একটা সুন্দর নামও দিলেন কিন্তু আপনি একজনকেও আপনার ঐ প্রথিষ্ঠানের নাম বললেন না, কোনো গ্রাহক জানবে ? ভুল বসত দু-একজন আসবে সেটাও আবার একদিনের জন্য ।
ঠিক একই ভাবে আপনি ওয়েবসাইট বানিয়ে বসে আছেন কিন্তু গুগল সেটা জানেই না, এবার বলুন গুগল কি আমাদের মামা হয় যে সে নিজে থেকে সার্চ রেজাল্টে আপনার সাইটের নাম বলে দিবে ? তাই গুগল মামাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে মামা আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি ... সংক্রান্ত আর্টিকেল পোস্ট করি । তাহলে না সে বুঝতে পারবে আপনারও ওয়েবসাইট আছে তখন গুগল অন্যদের সামনে সেটা দেখাবে ।
অনেকেই আমাদের কাছে বলেন ব্লগ বানিয়ে পোস্ট করেছি কিন্তু এ্যাডসেন্স এ্যাপ্রুভ পাচ্ছি না । তাদের উদ্দেশ্যে বলি হুট করে এসে একটি ব্লগ বানিয়ে দিলাম, কপি - পেস্ট করে ৬০ থেকে ১০০ পোস্ট লিখলাম এ্যাডসেন্স আবেদন করে রাখি আজ না কাল এ্যাপ্রুভ তো হবেই ।
কখনোই এ্যাপ্রুভ হবে না, হলেও অনেক সময় লেগে যাবে !
এ্যাডসেন্স আবেদন করা নিয়ে ব্যাস্ত হবেন না সেটা আপনি যেকোনো সময় করতে পারবেন । আমাদের উদ্দেশ্য হতে হবে কিভাবে আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক নিয়ে আসা যায় । সেটা করতে পারলে যেকোনো উপায়ে আর্নিং করতে পারবেন ।
সর্বপ্রথম ব্লগার ড্যাসবোর্ড সাজিয়ে নিন । সেটিংস এ শুরুতে বাই ডিফ্লট দেওয়া থাকবে সেগুলো নিজের তথ্য দিয়ে সম্পূর্ন করুন । কিছু দরকারি সেটিংস দেখাবো যেগুলো ঠিকভাবে থাকলে আপনার ওয়েবসাইট গুগলে রাংক করবে ।
Description
আপনার ওয়েবসাইটের একটা ব্রিফ দিন । ছোট করে কিছু লিখুন যেমন আপনার ওয়েবসাইট যদি এডুকেশন রিলেটেড হয় লিখতে পারেন - Build Your Career Today ! এরকম কিছু একটা দিয়ে দিবেন ।
Google Analytics Measurement ID
এটা ফিলআপ না করলে আপনার ওয়েবসাইট কখনোই সার্চ ইঞ্জিনে আসবে না তাই এটা করতেই হবে এতে কোনো সন্দেহ নেই । এটা কিভাবে করবেন সেটার জন্য একটা সম্পুর্ন পোস্ট আছে এই ওয়েবসাইটে খুজুন পেয়ে যাবেন ।
Favicon
কিভাবে সেট করবেন দেখে নিন (Click Here !)
Visible to search engines
এটা অন করে দিবেন ।
Custom domain
একটা কাস্টম ডোমেইন সংযুক্ত করে ফেলুন । ১০০০ টাকার মধ্যে .Com পেয়ে যাবেন । পূর্বে এটা ছারাই এ্যাডসেন্স এ্যাপ্রুভ হয়ে যেত কিন্তু এখন একটু ডিফিকাল্ট হবে । কিভাবে কাস্টম ডোমেইন সংযুক্ত করবেন এটাও এই ওয়েবসাইটের অন্য কোনো পোস্টে পেয়ে যাবেন ।
Redirect domain
এটা অন করে দিবেন ।
HTTPS
এখানে দুইটা অপশন পাবেন দুটোই অন করে দিবেন ।
Time zone
আপনি যে অঞ্চলে আছেন সেই অনুসারে এটা সেট করে দিন ।
Enable search description
এটা অন করে দিবেন ।
Search description
আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড এখানে কমা দিয়ে লিখুন । ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা এডুকেশন রিলেটেড । এটা সার্চ কনসোলে দুর্দান্ত ভুমিকা রাখে তাই যে কিওয়ার্ড গুলো বেশি বেশি সার্চ হয় সেগুলো দিবেন ।
Enable custom robots.txt
এটা অন করে দিবেন ।
Custom robots.txt
#Blogger Sitemap generated on 2024.06.15কপি করে নিন শুধুমাত্র রেডমার্ক দেওয়া ডোমেইন এর স্থলে আপনার সাইটের নাম দিয়ে Custom robots.txt অপশনে পেস্ট করে দিন ।
User-agent: Mediapartners-Google
Disallow:
User-agent: *
Disallow: /search
Disallow: /category
Disallow: /tag
Allow: /
Sitemap: https://www.learnvaly.com/sitemap.xml
Enable custom robots header tags
এটা অন করে দিবেন ।
Home page tags
এই অপশনে ক্লিক করলে এই ধরনের একটা অপশন পাবেন । যেভাবে সেট করা আছে আপনিও একই ভাবে সেট করে নিন ।
Archive and search page tags
এখানেও যেভাবে দেখানো হয়েছে সেভাবে সেট করে নিন ।
Post and page tags
এখানেও যেভাবে দেখানো হয়েছে সেভাবে সেট করে নিন ।
এই সেটিংস গুলো সার্চ কনসলে সরাসরি প্রভাব ফেলেবে তাই এগুলো স্কিপ করে যাওয়ার কনো সুযোগ নেই । যেভাবে দেখানো হয়েছে ঠিক একইভাবে আপনার ব্লগার সেটিংস ঠিক করে নিন । বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন রিপ্লে দেওয়া হবে ।
সবশেষে আরও একটু দেখে নিন
Post feed redirect URL
https://www.learninghomebd.com/feeds/posts/default?alt=rss
কপি করে নিন শুধুমাত্র রেডমার্ক দেওয়া ডোমেইন এর স্থলে আপনার সাইটের নাম দিয়ে পেস্ট করে দিন ।
Use Blogger draft
এটা অন করে দিবেন ।
Edit Profile
সবশেষে ব্লগার প্রফাইল সেট করে নিন হয়ে যাবে ।