Adobe PS Photoshop Instant Bangla Support - Problem Fix

শুধু একটিমাত্র সেটিংস করে নিলেই যেভাবে খুশি বাংলা কপি করে ফটোশপে পেস্ট করলেও সাপোর্ট হবে ।  তবে প্রথমেই আপনার উইনন্ডোজে বাংলা ফোন্ট ইন্সটল করা আছে কিনা সেটা দেখে নিন । না থাকলে ইন্সটল করে নিন  - https://www.wfonts.com/font/nirmala-ui

ফটোশপে একদম উপরে সেটিংস এর কিছু অপশন পাবেন Edit > Preference > Type অপশনে যাবেন । 

এটি পাবেন এখন একদম ডানে Choose Text Engine Option এই পাশে Middle Eastern and South Asian এটা সিলেক্ট করে সেভ করে নিন । এখন ফটোশপ থেকে এক্সিট করে বেরিয়ে যান এবং পুনরাই ওপেন করুন । এবার যেকোনো স্থান থেকে বাংলা কপি করে ফটোপে আনতে পারবেন । 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url