কোন কোন এ্যাড নেটোয়ার্ক থেকে সবচেয়ে বেশি আয় করা সম্বভ
শুধুমাত্র এ্যাডসেন্স নয় বর্তমানে ডজন খানেক অধিক পেমেন্টের তালিকায় নাম লেখিয়েছে অনেক এ্যাডস কোম্পানি । তাই যদি এ্যাডসেন্স এ্যাপ্রুভ না পেয়ে থাকেন তবে খুব বেশি আফসোস করার কিছু নেই ওয়েবসাইটে ট্রাফিক থাকলে আর্নিং হবেই ।
তবে যেকোনো এ্যাড নেটওয়ার্কে জয়েন হবার পূর্বে একটা বিষয় ভালো করে দেখে নিতে হবে সেটা হলো পেমেন্ট মেথড । সর্বপ্রথম পেমেন্ট গেটওয়ে দেখে নিবেন বেশ কিছু পেমেন্ট মেথড আছে যেগুলো আমাদের দেশে সাপোর্ট করে না । না জেনে বুঝে আপনার ওয়েসাইটে এ্যাড মনিটাইজেশন করলেন আর্নিং ও হলো পরে দেখলেন টাকা নেওয়া যাচ্ছে না এক্ষেত্রে শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না ।
অনেকেই বলে Adsense এর বিকল্প হিসেবে তারা Adsterra ব্যবহার করছে । তারা বলছে এখান থেকে বেশ ভালো আর্নিং করা সম্বভ ব্যবহার করে দেখতে পারেন ।
আরো কিছু জনপ্রিয় এ্যাড নেটোয়ার্ক আছে কাজ করে দেখতে পারেন -