ওয়েব ডিজাইন কি ? কিভাবে ওয়েব ডিজাইন করা হয় ?
আজকের সময়ে লেখাপড়া করা হয় শুধুমাত্র কিছু কাগজের কয়েকটি সনদ নেওয়ার জন্য । কিন্তু আপনাকে যখন কোনো কর্মে যেতে হয় তখন আপনার এই সনদ নামের কাগজগুলো কতটুকু কাজে লাগে । যারা এখনও লেখাপড়া করছেন তাদের উদ্দেশ্যে বলি শুধু লেখাপড়া করবো চাকরি করবো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকবেন না । দ্রুত হাতের কাজ শিখে নিন হতে পারে সেটা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য । লেখাপড়া শেষ হওয়ার পূর্বে অর্থ উপার্জনের পথ তৈরি করে ফেলুন, মনে রাখবেন এখনকার সময়ে টাকা যার মূল্য তার ।
আমি আপনি বা আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি তখন আমরা ঐ সাইটের একটা ব্যাহিক অংশ দেখে থাকি । কিন্তু ওয়েবসাইটের আভ্যন্তরীণ অংশটা সম্পূর্ন ভিন্ন যেটা সাধারন ব্যবহারকারী দেখতে পান না । খুব সহজ করে বলবো তাই অনুরোধ করবো সম্পূর্ন পোষ্ট একটু মনোযোগ সহকারে পড়বেন ।
একটি ব্যাসিক ওয়েব সাইট কিভাবে গঠন করা হয় ?
ব্যাসিক ওয়েব সাইট সাধারনত তিনটি অংশের সমন্বয়ে বানানো হয় -
১. HTMLখুব সংক্ষেপে বোঝাবো তাই একটু মনোযোগ সহকারে দেখবেন ।
২. CSS
৩. Java Script
HTML কি ?
HTML মুলত এটি ওয়েবপেজ তৈরির জন্য ব্যবহৃত মার্কআপ ল্যাংগুয়েজ (Hyper Text Markup Language) একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে ।উধাহরনঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
</body>
</html>
CSS কি ?
<style>
body{
background:blue;
color: yellow;
}
</style>
Java Script কি ?
উধাহরনঃ
<script>
function myFunction() {
var x = document.getElementById("demo");
x.style.fontSize = "25px";
x.style.color = "red";
}
</script>
এবার আসুন ওয়েসাইট তৈরিতে কিভাবে ওয়েবসাইট বানাবেন ?
- ব্লগার
- ওয়ার্ডপ্রেস
- জুমলা
- গুগোল সাইট
আসুন এগুলো সম্পর্কে একটু জেনে নেই -
◼ ব্লগারঃ ব্লগার গুগোলের একটি প্লাটফর্ম এবং এটি একদম ফ্রি । ব্লগার দিয়ে ওয়েবসাইট বানাতে আপনার কোনো অর্থ ব্যায় হবে না । তবে খুব এ্যাডভান্স কাজ ব্লগার দিয়ে করা সম্বভ না কিন্তু বিনামূল্যে যেটুকু পাবেন তা অনেক ।
◼ ওয়ার্ডপ্রেসঃ ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে এ্যাডভান্স কাজ করতে পারবেন তবে এখানে সব কিছুই আপনাকে কিনতে হবে ফ্রিতে অল্প কিছুই পাবেন ।
◼ জুমলাঃ এটিও অনেকটা ওয়ার্ডপ্রেস এর মতই হোস্টিং কিনে এটির ব্যবহার করতে পারবেন ।
◼ গুগোল সাইটঃ এটিও গুগোলের একটি প্লাটফর্ম এবং এটিও একদম ফ্রি । তবে গুগোল সাইট এর মাধ্যমে ওয়েবসাইট বানাতে পারবেন কিন্তু এখান থেকে অর্থ আয় করতে পারবেন না ।
রিকমান্ডেশনঃ
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্লগার দিয়ে কাজ শুরু করতে পারেন । অনেকে বলতে পারে ব্লগার দিয়ে ভালো কিছু হয় না কিন্তু আমি বলতে পারি ব্লগার দিয়ে অনেক কিছুই হয় । আপনি যদি কাজ না জানেন সেটার ব্যার্থতা আপনার । তাছারা দিনশেষে আমাদের লক্ষ্য অর্থ উপার্জন করা তাই ব্লগার দিয়ে শুরু করতে পারেন এটা একদম ফ্রি ।