খুব অল্প CSS কোড দিয়ে কিভাবে ফ্লাস টেক্সট বানাবেন - এটা কি কাজে ব্যবহার হয়
আগে কোড দেখে নিন ব্যবহারটা পরে বলছি । যারা ওয়েব কোডিং সম্পর্কে কিছুই জানেন না একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই সাইটের প্রথম পোষ্টগুলো ভালো করে দেখবেন । বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন ।
যারা একদম নতুন শিখছেন তারা CSS সম্পর্কে একটু পড়ে নিন । যারা পারেন তাদের পড়ার দরকার নাই । ওয়েবসাইটে CSS বেশ কয়েকটি উপায়ে ব্যবহার করা যায় -
- External CSS
- Internal CSS
- Inline CSS
External CSS: অন্যকোনো সোর্স থেকে লিংকের মাধ্যমে ব্যবহার করা হয় । যেমনঃ
<link rel="stylesheet" href="www.itstarbd.com/h1-style.css">
এখানে সংক্ষেপে দেখানো হবে কারন এই পোষ্টে মুলত ফ্লাস টেক্সট কিভাবে বানাবেন সেটা দেখানো হচ্ছিলো । কোনো টপিকের যদি বিস্তারিত জানার আগ্রহ হয়ে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে টপিকের নাম লিখুন লিংক পেয়ে যাবেন ।
Internal CSS: এটা ওয়েবসাইটের ভেতরেই থাকবে । যেমনঃ
<style>
h1 { color: maroon; }
</style>
Inline CSS:
Subject এর সাথেই থাকবে । যেমনঃ
<h1 style="color:maroon;">This is a heading</h1>
এবার মূল পোষ্টে ফিরে আসি, এটাই ফ্লাস বা ব্লিংক এর কোড -
/* blinking effect */
.blinking {
background:red;
font-size: 10px;
padding:3px;
border-radius: 50px;
animation: blinker 1s linear infinite;
}
@keyframes blinker {
50% {
opacity: 0;
}
}
HTML Code -
<span class="blinking"> TEXT HERE </span>
শুরুতে বলেছিলাম এটার ব্যবহার কি পরে বলছি আসুন দেখে নেয়া যাক , একটা প্রিভিউ দেখাবো ব্যবহারটা বুঝে নিবেন ।
Preview - বর্তমানে রাসেল ভাইপার এর উপদ্রব বাংলাদেরশে বেশি আকারে বেড়েছে । New Update