মিনিটের মধ্যেই ব্লগারের সাথে ডুমেইন সংযুক্ত করে নিন

Domain Name Connect With Blogger Within A Minute

Domain CPanel Manage

খুব সহজভাবে শিখিয়ে দিবো যেটা হয়তো অন্যদের থেকে পাবেন না আর শিখতে পারলেও দেখবেন বুঝতে সমস্যা হচ্ছে । আপনি কেবল নতুন শিখছেন কিন্তু যারা ইতমধ্যে কাজ করছে তারাও একটি জাইগায় ভুল করে ফেলে । আসুন আগে শিখে নিন কিভাবে করবেন পরে অন্যদের টা দেখবেন ।

 ** প্রতিটা সাইটের কাজ ওয়েব ব্রাউজারের ভিন্ন ভিন্ন ট্যাবে করতে হবে **

প্রথমে আপনার ডুমেইন সি-প্যানেলে চলে যান -

দেখবেন MANAGE  অপশন পাবেন । ডুমেইন প্রভাইডার এর ভিত্তিতে সি-প্যানেলের অপশন একটু ভিন্ন হতে পারে কিন্তু একটু খুজলেই MANAGE পাবেন এখানে ক্লিক করুন দেখবেন -


এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে । এবার Advance DNS এর উপর ক্লিক করতে হবে । পুনরায় বলছি আপনার ডুমেইন সি-প্যানেলে একটু ভিন্ন হতে পারে তবে খুজলেই পাবেন । মূলকথা Advance DNS অথবা DNS Settings এই অপশন খুজে নিবেন । এখানে ক্লিক করলে যেটা পাবেন - 

Advance DNS

এই পর্যায়ে সকল ডুমেইন সি-প্যানেলে এই ধরনেই ইন্টারফেস পাবেন । ব্লগারে ডুমেইন সংযুক্ত করতে মাত্র ৩টি জিনিস সেটাআপ করতে হবে ।

Generate CNAME Record from Blogger Dashboard

এবার ওয়েব ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করুন । ব্লগার ড্যাসবোর্ডে সেটিংস ওপেন করুন । Settings > Custom domain


Custom domain এর ওপর ক্লিক করুন - 

www.yourname.com এইভাবে লিখুন তারপর সেভ লেখাটিতে ক্লিক করুন ।

দেখুন বক্সে একটা নোট দেওয়া হয়েছে মূলত এটাই লাগেবে । ভালো করে বোঝার জন্য লেখাটি নিচে দিয়ে দিলাম দেখুন লাল করে দেওয়া আছে ।

We have not been able to verify your authority to this domain. On your domain registrar's website, locate your Domain Name System (DNS) settings and enter the following two CNAMEs: (Name: www, Destination: ghs.google.com) and (Name: fsntwyua43y3, Destination: gv-s2tcmdu4lknzu6.dv.googlehosted.com). See https://support.google.com/blogger/answer/1233387 for detailed instructions. Support page link

Name: www  Destination: ghs.google.com

Name: fsntw2ioa43y3 Destination: gv-s2tcmdu4lk85kj6.dv.googlehosted.com

ADD CNAME Record To The Domain CPanel

ডুমেইন সি-প্যানেলে ফিরে যেতে হবে । এখানে আগে থেকে কিছু থাকলে সেগুলো ডিলেট করে দিবেন । একদম ফ্রেস করে নিন ।


তারপর ADD NEW RECORD ক্লিক করে CNAME Record সংযুক্ত করুন । 

এবার  Name = Host, Destination = Value, Time Limit(TTL) = 30min

Generate TXT Record from Google Search Console

একটু মন দিয়ে দেখবেন এখানে এসে যত ঝামেলা বাধে এবং আমি দেখেছি যারা টুকটাক অভিজ্ঞ তারাও ভুল ব্যাখ্যা দেয় । না পারলে লজ্জার কিছু , যারা জানেন তারা তো সঠিক নিয়মেই করেছেন , কিন্তু যাদের এখনো কনফিউশন আছে তারাও দেখে নিন - Google Search Console এসে Start Now ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন -

যেহেতু আমাদের লক্ষ্য Domain Setup করা তাই এখানে URL prefix লাগবে না URL prefix কখন লাগবে এর ব্যবহার কি ? এই সাইটেই পাবেন অন্যকোনো পোষ্টে ।

এবার CONTINUE চাপলে এটি পাবেন - 

এখান থেকে google-site-verification=kFtnkFekqdpg1TDkav......... 

এই টেক্সট টি সম্পূর্ন কপি করে নিন । দেখুন COPY লেখা বাটন আছে ওখানে ক্লিক করলেও হবে । কপি করা হলে নিজের মনে করে পকেটে ডুকাবেন না । পুনরায় ডুমেইন সি-প্যানেলে ফিরে যেতে হবে -

ADD TXT Record To The Domain CPanel

তারপর ADD NEW RECORD ক্লিক করে TXT Record সংযুক্ত করুন , যেটা কপি করে রেখেছিলেন সেটা Value এর ঘরে পেস্ট করে দিন সেইসাথে Host এর ঘরে আপনার ওয়েবসাইটের নাম দিবেন এবার Save All Changes এর উপর চাপুন । 

** প্রতিটা সাইটের কাজ ওয়েব ব্রাউজারের ভিন্ন ভিন্ন ট্যাবে করতে হবে **

পুনরায় ব্লগার ড্যাসবোর্ডে ফিরে যান - 

এবার SAVE চাপুন দেখবেন এরকম দেখাবে - 


WWW Redirect And HTTPS Turn on

এখন রেডমার্ক দেওয়া বাটন গুলো চালু করে দিন -

ব্লগারের কাজ সম্পূর্ন হয়েছে এবার সার্চ কনছোল ভেরিফাই করে নিন -

Google Search Console Ownership Verification

মনে পরে না ভুলে গেছেন । এবার VERIFY বাটনে ক্লিক করে দিন -

**Compelted**

Img. Brief: Full process in a single image.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url